.........কাল বড্ড বোকা বনে গিয়েছিলাম।
বোকা বনলে সবচে' বড় সমস্যায় পড়তে হয় তখন, যখন এই বোকামিটা ঢাকার জন্য কোন ইস্যু খুঁজে না পাই। কালও
এমন হয়েছিল।
সহকর্মীর ডেস্কটপের মনিটরটা
অকেজো চারদিন যাবৎ। ওটাকে কেজো করার সব চেষ্টাই করেছি, আমি এবং সহকর্মী দু'জনে মিলেই। কিন্তু কোন আশাব্যঞ্জক ফল দাঁড় করাতে পারলাম না। শেষতক উপায়ন্তর
না দেখে গেলাম ‘ডাক্তার খানায়’। এ্যলিফেন্ট রোডের
'মাল্টি প্ল্যান' মার্কেটে। আসুসের শো রুমে। আমাদের দেখেই একটা বাণিজ্যিক হাসি দিয়ে বললেন, স্যর, আপনাদের কী উপাকার
করতে পারি?
আশ্চর্য! ওরা লাইনটা লাগানোর
সাথেই সাথেই মনিটর সচল। নো প্রবলেম। আমি তাকাচ্ছি আমার সহকর্মীর দিকে, সহকর্মী তাকাচ্ছে আমার দিকে আর ওরা সবাই তাকাচ্ছে আমাদের
দিকে। সবাই বোকা বনে গেলাম। তিনদিন যাবৎ যেখানে মনিটরের পাওয়ার কানেকশনই নেই, সেখানে আজ কোন যাদু বলে হঠাৎ সব কানেকশন ওকে.......!
মনিটরটা নিয়ে সোজা
হাঁটা দিলাম। বেশিক্ষণ থাকলে আবার হুজুর সম্প্রদায়ের উপর কোন অপবাদ নাযিল হয় কিনা।
তাই যথাসম্ভব প্রস্থান করলাম। তবে আসার সময় কিছু বলার মত না পেয়ে শুধু বললাম, আপনারা একেকজন একেকটা যাদুকর। ওদের প্রশংসা করায় ওরা খুব
খুশি। আমরাও বেঁচে গেলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন